ইলেকট্রিক্যাল এর একটি গুরুতম অধ্যায় ট্রান্সফরমার। ট্রান্সফরমার থেকে জব এর পরীক্ষায় কিছু প্রশ্ন থাকেই। তাই কিছু প্রশ্ন এবং তার উত্তর সংগ্রহ করলাম। ১. ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার এমন একটি বৈদ্যুতিক স্থির ডিভাইস যার সাহায্যে পাওয়ার ও ফ্রিকুয়েন্সী পরিবর্তন না করে কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়া শুধু মাত্র চুম্বকীয় ভাবে সংযুক্ত দুইটি কয়েলে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত করা হয় তাই ট্রান্সফরমার। ট্রান্সফরমার তিন প্রকার যথা- ক) কোর টাইপ খ) শেল টাইপ গ) স্পাইরাল কোর টাইপ কার্যপ্রণালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে তিন ভাগে ভাগ করা হয়েছে- ক) স্টেপ আপ ট্রান্সফরমার খ) স্টেপ ডাউন ট্রান্সফরমার গ) ওয়ান টু ওয়ান ট্রান্সফরমার ব্যাবহারেরে উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে চার ভাগে ভাগ করা হয়েছে- ক) পাওয়ার ট্রান্সফরমার খ) ডিষ্ট্রিবিউশন ট্রান্সফরমার গ) অটো ট্রান্সফরমার ঘ) ইনস্টুমেন্ট ট্রান্সফরমার ইনস্টুমেন্ট ট্রান্সফরমার দুই প্রকার- ...
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
প্রকৌশলীদের আড্ডা ও জ্ঞান ভান্ডার